শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ফেনীর মাসুদ হত্যা: দায় স্বীকার করে ছাত্রলীগ নেতার জবানবন্দি 

ফেনী প্রতিনিধি

ফেনীর মাসুদ হত্যা: দায় স্বীকার করে ছাত্রলীগ নেতার জবানবন্দি 

শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আবদুর রহিম হূদয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

গত শুক্রবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মো. শাফায়াতের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে গত বৃহস্পতিবার শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়ক থেকে হূদয়কে গ্রেপ্তার করে করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের এএসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বেলাল হোসেন এতথ্য জানিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, জবানবন্দিতে হূদয় মহিপাল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি স্থানীয় সন্ত্রাসী পিটু-সাব্বির বাহিনীর সদস্য। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট মহিপালে নিহতদের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম বাদী হয়ে ১৩৪ জনের নাম উল্লেখ ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ মামলাটি করেন। নিহত মাসুদ দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর এলাকার মো. শাহজাহানের ছেলে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আ.লীগ নেতাদের গুলিতে ৯জন নিহত হয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় আটটি হত্যা মামলা করা হয়েছে।

টিএইচ